স্কিটো সিমের সকল কোড ২০২৪ যেমন, স্কিটো এমবি চেক কোড, স্কিটো ব্যালেন্স চেক কোড, স্কিটো মিনিট চেক কোড সহ স্কিটো সকল কোড এই পোস্টে পাবেন।
স্কিটো সম্পর্কে জেনে নেই: স্কিটো হচ্ছে গ্রামীণফোন এর অল্প দামে ইন্টারনেট সেবা দেওয়ার একটি মাধ্যম। স্কিটো সিম শুরুর দিকে খুব অল্প দামে ইন্টারনেট পেকেজ দিতো। স্কিটো সিমের নাম্বার এবং গ্রামীণফোন এর নাম্বার একই যেমন, ০১৭ অথবা ০১৩। এছাড়াও স্কিটো অ্যাপ ব্যবহার করে খুব সহজেই স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
স্কিটো সিমের সকল কোড ২০২৪
- আমরা অনেকগুলো সিম ব্যবহার করি নিজের সকল সিমের নাম্বার অনেক সময় মনে থাকে না তাই আপনারা স্কিটো সিমের নাম্বার চেক করার জন্য ডায়াল করুন: *2# (ফ্রি)।
- স্কিটো সিমের ব্যালেন্স/টাকা চেক করতে ডায়াল করুন : *121*1*1# কোড (ফ্রি)।
- স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *121*1*4# কোড।
- স্কিটো এমবি চেক করতে ডায়াল করুন : *121*1*4# কোড।
- স্কিটো সিমের এসএমএস চেক করতে ডায়াল করুন : 121*1*2# কোড।
- স্কিটো সিমের মিনিট চেক করতে ডায়াল করুন : 121*1*2# কোড।
সার্ভিসের নাম | ইউএসএসডি কোড |
স্কিটো নাম্বার চেক কোড | *2# |
স্কিটো ব্যালেন্স চেক কোড | *121*1*1# |
স্কিটো মিনিট চেক কোড | *121*1*2# |
স্কিটো এমবি চেক কোড | *121*1*4# |
স্কিটো এসএমএস চেক কোড | *121*1*4# |
স্কিটো হেল্পলাইন নম্বর | 121 |
আমাদের কথা
আমি আশা করি স্কিটো সিমের সকল কোড ২০২৪, যেমন স্কিটো সিমের নাম্বার দেখার কোড, স্কিটো ব্যালেন্স চেক কোড, স্কিটো এমবি চেক প্রভৃতি কোডসহ স্কিটোর সকল প্রয়োজনীয় কোড সমূহ এই পোস্টে জানতে পেরেছেন।
আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।
আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই ব্লগ সাইটে সকল সিমের অফার প্রকাশ করে রাখি।
আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুক পেজ, গুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।
ট্যাগ সমূহ : স্কিটো সিমের সকল কোড 2024, স্কিটো সিম সম্পর্কে তথ্য, স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড, স্কিটো সিমের নাম্বার চেক করার কোড, Skitto সকল কোড।