বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম

বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম, বাংলালিংক এসএমএস দেখার কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস দেখার নিয়ম আমার এই পোস্ট থেকে জানতে পারবেন।

বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম

বাংলালিংক এসএমএস চেক দুইটি উপায়ে করতে পারবেন। প্রথম উপায়টি হচ্ছে কোড ডায়াল করে, আর দ্বিতীয় উপায় হচ্ছে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে।

বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪

বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম
বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম
বাংলালিংক সিমের এসএমএস চেক এখন আরও সহজেই  করতে পারবেন। এখন বাংলালিংক সিমের মিনিট এসএমএস করতে আপনার মোবাইলে *124*3# or *121*1# ডায়াল করুন। 

মাই বাংলালিংক অ্যাপে এসএমএস চেক করার নিয়ম

মাই বাংলালিংক অ্যাপ দিয়ে এসএমএস চেক করতে চাইলে প্রথমে আপনাকে মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

বাংলালিংক এসএমএস চেক কোড ২০২৪, বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম
মাই বাংলালিংক অ্যাপ

উপরের ছবিতে দেখা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগইন করুন। আপনার মাই বাংলালিংক অ্যাপ লগইন সফল হলে হোম স্কিনে আপনার সিমের অবশিষ্ট এসএমএস দেখতে পারবেন।

বাংলালিংক সিমের এসএমএস দেখে কিভাবে

বাংলালিংক সিমের এসএমএস দেখতে আপনার মোবাইলে ডায়াল করুন : *124*3# or *121*1# কোড। কিছু সময়ের মধ্যে আপনার বাংলালিংক সিমে কত এসএমএস আছে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে।

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড সমূহ

  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#
  • বাংলালিংক সিমের নিজের চেক করতে ডায়াল করুন: *511#
  • বাংলালিংক ইন্টারনেট চেক করতে ডায়াল করুন : *124*50#
  • বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#
  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন : *874#
  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে : *874*0#
  • বাংলালিংক সিমের মিনিট কিনতে ডায়াল করুন : *1100#
  • বাংলালিংক সিমের মিনিট চেক করতে ডায়াল করুন : *121*31#
  • বাংলালিংক সিমের এস এম এস চেক করতে ডায়াল : *124*3#
  • বাংলালিংক সিমের মিনিট এবং এম এম এস চেক: *124*2#
  • বোনাস টক টাইম এবং মেয়াদ চেক: *124*3# or *124*4#
  • নেট সেটিং রিকুয়েস্ট : Type ALL & Sent to 3343
  • ইন্টারনেট কিনতে ডায়াল করুন : *5000#
  • বোনাস এমবি চেক: *124*5#
  • GPRS ডিয়েক্টিভ 2222*Package Code#
  • রিকুয়েষ্ট কল করতে ডায়াল করুন : *126*Number#
  • মিস কল এলাট (অন) : Type START & Send to 622
  • মিস কল এলাট (অফ) : Type STOP & Send to 622
  • Special FNF করতে: *1667Number# ★ Special FNF পরিবর্তন করতে: *1667*old FnFnew FnF#
  • নতুন FNF সেট করতে: 789731#
  • FNF Number দেখতে: *789732#
  • FNF মুছে ফেলতে: *789734#
  • পাওয়ার মেনু: *789#
  • বাংলালিংক বোনাস পয়েন্ট দেখতে: *5671# অথবা *7201#
  • বাংলালিংক সিমে বিল পরিশোধ করতে ডায়াল : *777#
  • বাংলালিংক থেকে রেলের টিকিট কিনতে ডায়াল করুন : *131#
  • চাকুরীর জন্য: *1081# এবং বন্ধ করতে 10812#
  • বাংলালিংক সিমের ইনকামিং কল বন্ধ করতে ডায়াল করুন : #21#
  • বাংলালিংক সিমের কল ডাইভার্ট বন্ধ করতে ডায়াল করুন : #21#
  • বাংলালিংক সিমের কল ওয়েটিং বন্ধ করতে ডায়াল করুন : #43#

বাংলালিংক সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড

• বাংলালিংক সিমের সকল সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন : *১২১২*১#

বাংলালিংক সিমের সকল তথ্য

  • বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার : 121
  • বাংলালিংক থেকে টোল ফ্রীঃ 158
  • ইমেইলঃ info@banglalink.net
  • ওয়েবসাইটঃ banglalink.net
  • ফেসবুক পেজ: Facebook.com/Banglalinkdigital
  • যেকোনো অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার :+8801911304121

আমাদের কথা

আমাদের এই ব্লগ পোস্টে যুক্ত করা হয়নি এমন কোনো বাংলালিংক কোড প্রয়োজন হলে সরাসরি বাংলালিংক অফিশিয়াল ওয়েবসাইট এবং বাংলালিংক ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করে জিজ্ঞেস করুন। আমি আশা করি রবি কতৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যে আপনার জিজ্ঞেস করা রবি কোড নাম্বার জানিয়ে দেবে।

আমার ফেসবুক লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আর আমার লেখা এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্টে লিখতে পারেন।

আমার লেখা এই পোস্টটি পরিচিতিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই ব্লগ সাইটে সকল সিমের তথ্য প্রকাশ করে রাখি।

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে ফেসবুকগুগল নিউজ ফলো করে আমার সাথে যুক্ত থাকুন।

Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *